প্রকাশিত: Fri, Dec 30, 2022 3:43 PM
আপডেট: Thu, Jul 3, 2025 5:32 PM

দ্বিতীয় দিনও মেট্রোরেলের জন্য রাজধানীবাসীর দীর্ঘ লাইন

শাহীন খন্দকার: মেট্রোরেল যেন ?রাজধানীবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়ার পর থেকেই মেট্রোরেলের জন্য রাজধানীর বাসিন্দাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। এমনকি শুক্রবার ছুটির দিন হওয়া সত্ত্বেও মেট্রোরেলে চড়তে সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

রাজধানীর আগারগাঁও এবং উত্তরা উত্তর স্টেশন ঘুরে একই চিত্র দেখা যায়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই ফজরের নামাজ শেষ করেই মেট্রোরেলে চড়তে লাইনে দাঁড়িয়েছেন।

আগারগাঁও স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশার চাদরে মোড়ানো সকালে শীত উপেক্ষা করে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন অনেক যাত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের লাইন আরও দীর্ঘ হয়। প্রথমদিনের মতো আজও যাত্রীদের লাইন এই আগারগাঁও পাসপোর্ট অফিস মোড় পর্যন্ত দীর্ঘ হয়েছে। উত্তরা উত্তর স্টেশনেও অনেকটা একই চিত্র দেখা যায়। জনসাধারণের জন্য মেট্রোরেল খুলে দেয়ার দ্বিতীয় দিনেও যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। এখানকার যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর ৬টা থেকে যাত্রীদের লাইন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় আরও বাড়ছে। এদিকে বাণিজ্যিক যাত্রার প্রথম দিনে ৩ হাজার ৮৫৭ জন মানুষ স্বপ্নের মেট্রোরেলে চড়ার সুযোগ পান। এদিন মেট্রোরেলে চড়ার সুযোগ না পেয়ে ফিরে যান অনেক উৎসুক মানুষ। প্রথমদিন যারা সুযোগ পাননি শুক্রবারও তারা স্বপ্নের মেট্রোরেল যাত্রার স্বাদ নিতে ছুটে এসেছেন। সম্পাদনা: খালিদ আহমেদ